সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর কোয়ারি থেকে পাথর তুলতে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় একটি পাথর কোয়ারির গর্তে শ্রমিকরা কাজ করছিলেন। বিকাল পৌনে ৫টার দিকে গর্তের মাটি ধসে চাপা পড়ে চার শ্রমিক নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম