চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোতালেব (২৭) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।
এ সময় রমজান আলী নামের আরো একজন পথচারিও আহত হয়েছেন বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত দাস।
তিনি বলেন, বুধবার ভোরে ১০ নম্বর রুটে চলাচলকারী একটি বাস বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত রমজান আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, নিহত মোতালেবের বাড়ি ভোলা জেলার লালমোহন শরতোতা এলাকার তাজুল ইসলামের সন্তান। আহত রমজান আলী(৫০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা হোসেন মোল্লার ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন