মন্ত্রিসভার রদবদলে বিমান ও পর্যটন মন্ত্রণালয় হারিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন বলেছেন, আকাশ থেকে মাটিতে নেমেছেন।
বুধবার দুপুরে রদবদলের ঘোষণা আসার পর বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মেনন খানিকটা হেসেই বলেন, “আমার জন্য সুখকর এই কারণে বলতে পারেন- আমি আকাশ থেকে একটু মাটিতে নামলাম।
মেনন বলেন, শেখ হাসিনা অনেক ‘হিসেব করেই’ মন্ত্রিসভায় রদবদল এনেছেন। এটিই হচ্ছে শেষ বছর আমাদের সরকারের। সুতরাং তিনি চেয়েছেন শেষ বছরের কাজের সমন্বয় আরও ভালোভাবে যেন হয়।
সূত্র : বিডিনিউজ
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন