রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী পশ্চিম পাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম ত্রিমহনী এলাকায় একটি ওয়ার্কসপের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে হিদুল ইসলাম বলেন, বুধবার রাতে ওয়ার্কশপের সামনেই একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি ২০১৮/ এনায়েত করিম