রাজশাহীতে শুক্রবার ভোরে সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি নাজমুল আজম পলাশ (২৮) নামের এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। মহানগরীর নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে শাহ মখদু্ম থানা পুলিশ।
এ ব্যাপারে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে পলাতক জামায়াত কর্মী নাজমুল আজম পলাশকে আটক করা হয়।
তিনি আরও জানান, নাজমুলের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পলাশ নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের নাজিমুদ্দিন মণ্ডলের ছেলে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ