গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সর্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলে। আগুনে ওই গুদামে থাকা কাপড় ও মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল