আশুলিয়ার নরসিংহপুরে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ সকালে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকালে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রিকশা নিয়ে জামগড়ার দিকে আসছিলেন। এসময় যাত্রীবাহী একটি বাস তার রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক। তিনি বলেন, লাশ মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৮/হিমেল