কথাসাহিত্যিক শওকত আলীকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়।
শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবার শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ায় জ্ঞান ফিরছে না। এ কারণে চিকিৎসকরা আজ ভোর ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন।
কথাসাহিত্যিক শওকত আলীর কিডনি, হার্ট ও ফুসফুসে সমস্যা ছিল। রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব সমস্যার মাত্রাও আরও বেড়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন