ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূর্ব কাচারীপাড়ার সৌরভ (২৩) এবং আকাশ (২৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, শাহপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারজনকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই পূর্ব কাচারী পাড়ার মজিবুর রহমানের ছেলে ঢাকার এক ডেন্টাল কলেজের শিক্ষার্থী আকাশ এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সৌরভ নিহত হয়।
বিডি প্রতিদিন/০৬ জানুয়ারি ২০১৮/আরাফাত