সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরমাণ বিস্ফোরকসহ তিনজনকে আটক আটক করেছে র্যাব-৯। শনিবার বিকেল ৫টার দিকে সিলেট ক্যাম্পের স্পেশাল কোম্পানির সদস্যরা কানাইঘাটস্ত সুরইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ির সামনা থেকে বিস্ফোরক উদ্ধার ও নাশকতাকারীদের আটক করা হয়।
সোমবার দুপুরে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান।
আটককৃতরা হলেন, কানাইঘাটের হালাবাদি থানার এতিম আলীর ছেলে ইব্রাহীম (৪০), সোনারতন গ্রামের কাহির ছেলে মো. আশিক (১৯) ও হরজাইলের ছেলে রায়হান (২০)।
আটকদের কাছ থেকে ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, ইলেকট্রিক ডেটোনেটর ৩০০ পিস ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৮/আরাফাত