খুলনায় পরকীয়ার জের ধরে কলহে আগুনে পুড়ে এক দম্পতি হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা জানায়, আগুনে ওই পুরুষের স্ত্রীর মুখ, গলাসহ শরীরের উপরিভাগের অধিকাংশ ও সুমনের দুই হাত পুড়ে গেছে।
পুলিশ জানায়, পরকীয়া সন্দেহে দু’জনের মধ্যে ঝগড়া হলে স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুন নেভাতে গিয়ে তার স্বামী দগ্ধ হয়। স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৮/মাহবুব