পুরান ঢাকার বংশাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমে জানান রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী।
তিনি আরও বলেন, গত জানুয়ারি মাসে একটি ভাঙচুরের মামলায় রাজিয়া আলিমকে গ্রেফতার দেখিয়েছে বংশাল থানা পুলিশ।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব