অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার মামলাটির তদন্ত ভার পল্টন থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির তদন্ত ভার ইতোমধ্যে ডিবি গ্রহণ করেছে। তবে এ মামলায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
মঙ্গলবার রাতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি (নম্বর-১০) করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন