অরিত্রি অধিকারীর আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা। রিপোর্ট লেখা পর্যন্ত তারা বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে শিক্ষকের মুক্তির দাবি জানাচ্ছিলেন।
এর আগে শুক্রবারও তারা ওই শিক্ষকের মুক্তি দাবিতে প্রতিষ্ঠানের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় তারা 'উই আর সরি টচিার্স', 'বিচার চাইতে গিয়ে অবিচার কেন হলো', 'অপরাধীর শাস্তি হোক, নির্দোষের মুক্তি হোক', 'নির্দোষকে কেন জেলে নাও', 'সঠিক বিচার করতে হবে', 'মা তুল্য শিক্ষিকার মুক্তি চাই' শীর্ষক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিন আবেদন নাকচ করে হাসনা হেনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার রাতে পল্টন থানায় তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। মামলার অন্য আসামিরা হলেন ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আক্তার।
পরীক্ষার হলে মোবাইল নেওয়ায় বাবা-মাকে ডেকে নিজের সামনে অপমান করার অভিযোগে আত্মহত্যা করে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারী (১৫)।
বিডি প্রতিদিন/কালাম