রাজধানীর মিরপুরের পল্লবীতে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে জরিনা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে মেয়ে জামাই শাহিন পালাতক রয়েছে।
সোমবার পল্লবীর বারনটেক দয়ালের মোড়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালের পুলিশ পাঠানো হয়েছে। শাহিনকে আটক করতে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব