বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল ছাত্রলীগ।
শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলিয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আঃ রাজ্জাকের নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগ।
৭১তম প্রাতষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং ছাত্র সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে সকল কর্মসূচি স্থগিত করা হয়।
তবে বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ