অবশেষে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মেরুল বাড্ডার বাঁশের আড়তের আগুন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারাও যোগ দেয় ফায়ার সার্ভিসের সঙ্গে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড্ডার আফতাবনগরের বাঁশ, চাটাইয়ের আড়তে কারো সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রথমে পানির স্বল্পতা দেখা দিলেও পরে হাতিরঝিলের পানি দিয়ে আগুন নেভানো কাজ শুরু হয়। এক ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের জোন-৫ এর উপ-সহকারী পরিচালক রিয়াজ আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় দগ্ধ বা আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। বাঁশের আড়তসহ এর আশপাশের খাবার হোটেল ও অন্য কিছু দোকান পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত