রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আয়শা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা ইদ্রিস জানান, সন্ধ্যায় তার মেয়ে আয়শা বাসার পাশের একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। পরে ওই বাসার লোকজন খবর দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল