বিশিষ্ট ব্যবসায়ী ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আর নেই। গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
মেজর (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ন্যাশনাল টেলিকম লিমিটেডের স্বত্বাধিকারী ও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তিনি গুলশান ক্লাবেরও সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশে বেসরকারি টেলিকম খাতের অন্যতম পাইওনিয়ার ছিলেন মেজর (অব.) জাহাঙ্গীর।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব