বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় আজও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সড়কটি অবরোধ করেন শ্রমিকরা।
এ সময় পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। শ্রমিকরা তখন সরে গেলেও কিছুক্ষণ পরই তারা এসে আবারও সড়কে অবস্থান নেন। পরে সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। পায়ে হেঁটেই তাদেরকে গন্তব্যের দিকে যাত্রা করতে দেখা যায়।
এছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিমানবন্দর সংশ্লিষ্টরা।
তবে দুপুর তিনটার দিকে আবারও পুলিশ তাদেরকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করে। একপর্যায়ে শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রবিবারও একই দাবিতে সড়কটি অবরোধ করেন পোশাকশ্রমিকরা।
বিডি প্রতিদিন/কালাম