রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লুৎফর মিয়া (১৮)। তিনি পেশায় শ্রমিক ছিলেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেলাভিটা গ্রামের মধু মিয়ার ছেলে। তিনি শ্যামপুর ঘণ্টিঘড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে লুৎফরকে মৃত ঘোষণা করেন।
লুৎফর শ্যামপুর মীর হাজীরবাগ পাইব রাস্তা এলাকায় অবস্থিত ভাই ভাই মেটাল ওয়ার্কশপে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম জানান, ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় লুৎফর। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম