মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের জেহাদ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৭২৯ পিছ ইয়াবা, ২ কেজি গাজা, ১৮ গ্রাম হিরোইন। গ্রেফতারকৃতদেও মধ্যে ৩০ জনকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মাদক ব্যবসায়ী ও মাদকের মদদাতা কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সে কথা অনুযায়ী কাজ শুরু করেছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রুমন জানান, বুধবার থেকে শুক্রবার নারায়ণগঞ্জ জেলায় মাদক দ্রব্য এবং ওয়ারেন্ট তামিল অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি জিআর ২৪ জন ও সিআর ১০ জন, সাজাপ্রাপ্ত আসামী ৩ জন ও মাদক মামলায় ৩০ জনসহ সর্বমোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৭২৯ পিছ ইয়াবা, ২ কেজি গাজা, ১৮ গ্রাম হিরোইন।
তিনি আরো জানান, জেলা পুলিশকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার আদেশ দেয়া দিয়েছেন জেলা পুলিশ সুপার।
প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসপি ঘোষণা দেন মাদকের বিরুদ্ধে জেহাদে নামবেন জেলা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল