খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমানে খুলনার মূল সমস্যা যানজট। যার পিছনে রয়েছে অবৈধ মাহেন্দ্র, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক। এক সময় ১৮শ' ইজিবাইককে লাইসেন্স দেয়া হলেও এখন সেই সংখ্যা ৩০ হতে ৪০ হাজার।
যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, আগামী ১৫ তারিখের পর শহরের বাইরে থেকে কোনো ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। তিনি লাইসেন্সবিহীন অবৈধ এসব যানবাহন নিয়ন্ত্রণের মধ্যে এনে আগামী দুই মাসের মধ্যে খুলনা থেকে যানজট নিরসনের অঙ্গীকার করেন।
রবিবার খুলনায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিটি মেয়র এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় খুলনাকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, প্রধানমন্ত্রী খুলনার প্রতি অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, খুলনার উন্নয়নের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ আনা হবে এবং একটি মাস্টার প্লানের মাধ্যমে তা’ বাস্তবায়ন করা হবে।
বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এবং পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৯/মাহবুব