চলমান রাজনীতি পরিস্থিতিতে জোটের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম।
সূত্র জানায়, বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব