নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে তানজিল (৭) নামে এক শিশুকে হত্যার ঘটনায় নাজমুল ইসলাম রাজুকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পুলতাডাঙ্গা গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে বাড়ির কেয়ারটেকার (ম্যানেজার) নাজমুল ইসলাম রাজুকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিন শাহ পারভেজ জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নাজমুল ইসলাম রাজু পুলিশের অভিযানের খবরে পালিয়ে যায়। পরে তাকে আলফাডাঙ্গা থানার পুলতাডাঙ্গা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে মহানগরের সিদ্ধিরগঞ্জ রসুরবাগ এলাকার আলম খানের ভাড়া বাড়ির পরিত্যক্ত ঘর থেকে শিশু তানজিলের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন