উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামীকাল রবিবার দুপুর ১২টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, স্যারের স্বাস্থ্যের অবস্থা আগের থেকে অবনতি হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন