নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আড়াই হাজার উপজেলার মাউরাদী গ্রামের কাজিম আলীর ছেলে শহিদুল্লাহ (৪০), একই উপজেলার বড় মাউরাদি গ্রামের জহির আলীর ছেলে রাজু মিয়া (৩৪), বড় ফাউসাদি গ্রামের ইবু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) একই উপজেলার বাগানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোমেন মিয়া (৩৫)। নিহত ব্যক্তিরা সবাই আড়াই হাজার উপজেলার বাসিন্দা।
কাচঁপুর হাইওয়ে ওসি আব্দুল কাইয়ূম আলী সরদার বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধাদের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাইভেটকারটি ঢাকা থেকে আড়াই হাজারে যাচ্ছিল। বস্তল এলাকায় প্রাইভেটকাটি খাদে পড়লে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়।
বিডি প্রতিদিন/ফারজানা