বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শল (অব.) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বুধবার পটুয়াখালীতে সকাল সাড়ে ১১টায় ছাত্রলীগের নেতাকর্মীরা আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের প্রধান ফটক ভেঙে বাসায় প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তারা বাড়ির দামী আসবাবপত্রসহ সবকিছু ভেঙে তছনছ করে। ইতোপূর্বেও আলতাফ হোসেন চৌধুরীর বাসায় এ ধরনের হামলা সংঘটিত হয়। বারবার আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে ছাত্রলীগের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
বিডি-প্রতিদিন/শফিক