রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় খিলক্ষেত থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোফাখখারুল ইসলাম এমরান বলেন, শুক্রবার দিবাগত রাতে বনানীগামী কুড়িল ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির গলায় মাফলার প্যাঁচানো ছিল।
প্রাথমিক তদন্তে তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ফেলে রেখে যায়। তার পরনে ছিল চেক ট্রাউজার, ফুলহাতা শার্ট ও নীল রঙের জাম্পার। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল