বরিশাল নগরীর বান্দ রোডের মেরিন ওয়ার্কশপ গেট সংলগ্ন ডাস্টবিন থেকে ব্যাগে ভরা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, বান্দ রোডের ডাস্টবিনে কাপড়ের ব্যাগের মধ্যে মেয়ে নবজাতকের একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। শনিবার রাতের যে কোনো সময় ওই মৃত নবজাতককে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। তবে জন্ম নেয়ার পর তার মৃত্যু হয়েছে, নাকি মৃত ভূমিস্ট হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত ওই নবজাতকের পরিচয় উদঘাটনে আশপাশে কেউ সন্তান প্রসব করেছে কি-না তা খোঁজখবর নেয়া হচ্ছে। কাউকে চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এসআই আব্দুল কুদ্দুস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম