রংপুর অঞ্চলে আবারো হাড় কাঁপানো শৈত্য প্রবাহ শুরু হয়েছে। সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতা অনেক গুন বাড়িয়ে দিয়েছে। রয়েছে ঘন কুয়াশার দাপট। ফলে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রী এবং সর্বনিম্ন ৯ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা আরো ২/৩ দিন থাকতে পারে।
এদিকে শৈত্য প্রবাহের কারণে বিভাগীয় নগরী রংপুরে সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি ছিলো খুবই কম। প্রয়োজন ছাড়া মানুষকে বাসা থেকে তেমন একটা বের হতে দেখা যায়নি। বড় বড় শপিং মল এবং মার্কেটগুলোতে ব্যবসায়ীদের খদ্দেরের অভাবে অলস সময় কাটাতে দেখা গেছে।
অন্যদিকে শীতের কারণে রংপুরে ব্যাপক ভাবে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগ বালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। হাসপাতালের পরিচালক ডা. শাহাদত হোসেন বলেছেন এবার শীতের প্রচন্ডতা অন্যান্য বছরের তুলনায় বেশি। ফলে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। তিনি শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল