রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি চত্বর ও ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা পূবালী চত্বরের সামনে সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থীরা ঢাবির ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করে স্লোগান দেয়।
এসময় তারা বলেন, ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। সাড়ে তিনবছর অতিক্রম হলেও এখনও ধরা পড়েনি ধর্ষকরা। তনুর পরিবার এখনও বিচারের আশায় দিন গুণছে। আমরা চাই ঢাবির এই ছাত্রীর ধর্ষককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।
বিক্ষোভ সমাবেশে কুমিল্লা মহানগর এবং ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা ছাত্রলীগও অংশ নেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন