বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মহানগর আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীরা এই সংবর্ধনার আয়োজন করে।
বুধবার বিকেলে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
অনুষ্ঠানে নগরীর ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ মহানগরীর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নৌকা সাদৃশ ৩০টি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা তৃণমূল নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার