বরিশাল নদী বন্দর এলাকায় নদী তীরের ময়লা-আবর্জনা অপসারণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ২০২০ মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে এই কার্যক্রম চালানোর কথা জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নদী বন্দরের একতলা লঞ্চঘাট থেকে এই পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় বন্দরের অভ্যন্তরীন বেশকিছু অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। পরে নদীর পাড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, লঞ্চ থেকে নদীতে ময়লা-আবর্জনা না ফেলতে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নদী বন্দর কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম