রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকার একটি নির্মাণাধীন ভবনে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মেয়েটির এক বান্ধবীসহ ছয় জনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করেছেন। একইসঙ্গে ধর্ষণের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওটিসি) ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মশিউর রহমান জানান, ওই কিশোরী ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী গণধর্ষণে পাঁচ জন অংশ নিয়েছিল। এ ঘটনায় মেয়েটির এক বান্ধবী সহায়তা করেছে বলে আমরা জানতে পেরেছি। আসামিদের আটক করতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/আল আমীন