জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুজিব শতবর্ষ’ ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যে স্থাপিত ‘ক্ষণগণনা ঘড়ি’ চালুর মাধ্যমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর দিন পর্যন্ত ক্ষণগণনা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এনামুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছরের স্বদেশে প্রত্যাবর্তন দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ বছর পালিত হবে মুজিববর্ষ। পরে উপাচার্য মুজিববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান, মলচত্বরে বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ অবয়বে ভাষ্কর্য নির্মাণ, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সহযোগিতায় একটি ডকুমেন্টারি নির্মাণ প্রভৃতি।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু কোন বিশ্ববিদ্যালয় জাতির পিতার জন্ম দিতে পারেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একজন জাতির পিতা জন্ম দিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন