রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নারী ও শিশু নির্যাতন আইনে ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণ করেন। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে আদালতে উপস্থাপন করেন। ঘটনার বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারা অনুযায়ী ভিকটিমের জবানবন্দি গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে ৯ জানুয়ারি ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কুর্মিটোলা বাসস্ট্যান্ডের ফুটপাত দিয়ে যাওয়ার সময় মজনু তাকে পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেন। তার গলা চেপে ধরেন। ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে মজনু তাকে কিলঘুষি মারেন। ভয়ভীতি দেখান। এক পর্যায়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করেন মজনু। এ ঘটনায় ৬ জানুয়ারি সকালে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। ৮ জানুয়ারি ভোরে মজনুকে রাজধানীর শেওড়া এলাকা থেকে আটক করে আইন শৃঙ্খলাবাহিনী।
বিডি প্রতিদিন/আল আমীন