বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা। শনিবার সন্ধ্যায় ‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়’ সুরের মূর্ছনার সাথে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পৌষ মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিরা।
নগরীর জগদীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এই পৌষ মেলার আয়োজন করে। গ্রাম বাংলার ঐহিত্যবাহী এ আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালীত্ব উদ্ভাসিত হবে আশা অনুষ্ঠানের উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।
আর সিটি মেয়র বলছেন, এই ধরনের আয়োজনের মধ্য দিয়েই বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
এদিকে ৩ দিনব্যাপী পৌষ মেলা উৎসবমুখর, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে তৃতীয় বারের মতো পৌষ মেলার আয়োজন করেছে বরিশাল রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ। ৩দিনব্যাপী মেলায় পিঠা-পুলি উৎসব, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সংস্কৃতি এবং হস্তশিল্পের সমাহার ঘটানো হয়েছে। উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাংকনেও ফুঁটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার চিত্র।
জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষ জানান, দেশের নতুন প্রজন্ম আকাশ সাংস্কৃতিতে আসক্ত। তারা গ্রামীণ ঐতিহ্য পৌষ মেলা, পিঠা-পুলির সাথে পরিচিত নয়। বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনাই মেলার একমাত্র উদ্দেশ্য। নতুন প্রজন্মকে গ্রামের ঐহিত্যে উদ্বুদ্ধ করতেই এবার নিয়ে তৃতীয়বারের মতো পৌষ মেলার আয়োজন করা হয়েছে। ৩দিনব্যাপী মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লীগীতি ভাটিয়ালী, লালনগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিসহ আবহমান বাংলার সকল সাংস্কৃতিক আয়োজন রয়েছে ৩ দিনব্যাপী মেলায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার