বিশ্ব ইজতেমা ময়দানে আরো তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শনিবার বিকেলে ও রাতে তারা মারা যান।
এদের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫)। তিনি শনিবার বিকেল সোয়া ৫টার দিকে মারা যান। এছাড়া কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫) মারা যান রাত পৌনে একটায়।
বিশ্ব ইজতেমার পুলিশের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। এনিয়ে বিশ্ব ইজতেমায় গত চার দিনে ১২ মুসল্লির মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল