বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাঁগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে ঘুমন্ত বিধবাকে (৫৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে অভিযুক্ত ধর্ষক এনামুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম।
একই সাথে নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, ধর্ষণের অভিযোগে ওই নির্যাতিতা বাদী হয়ে গত শনিবার রাতে এনামুল মিয়াকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। এর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার বাসিন্দা।
আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ১০ জানুয়ারি রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে বিধবা ওই নারী নিজের ঘরে একা ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে এনামুল কৌশলে ওই বিধবার ঘরের দরজা খুলে তার কক্ষে প্রবেশ করে। এরপর জোরপূর্বক বিধবাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম