যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে চার গরু ব্যবসায়ী তাদের সর্বস্ব খুইয়েছেন। তারা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে ইউনুস মোল্যা (৫০), কচুয়া গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে টিক্কা (৪৫), নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ হানেফ (৪৭)।
রবিবার দিবাগত রাতে ট্রেনে যশোর যাওয়ার পথে তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চার গরু ব্যবসায়ীর স্বজনরা জানান, কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন থেকে রকেট ট্রেনে করে এ চারজন যশোর যাচ্ছিলেন। পথে অপরিচিত কেউ তাদের খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে গেলে তাদের কাছে থাকা টাকা-পয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কী পরিমাণ টাকা লুট হয়েছে তা তারা জানাতে পারেননি।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তরিকুল ইসলাম বলেন, আজ সোমবার ভোর ৬টার দিকে তারা খবর পান যে ট্রেনের মধ্যে চারজন অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, আক্রান্তদের মধ্যে ইউনুস ও শহিদুলের জ্ঞান ফিরে আসে দুপুরের আগেই। বাকি দু’জনের একটু দেরিতে জ্ঞান ফেরে। চারজনের সবাই এখন আশঙ্কামুক্ত।
বিডি-প্রতিদিন/শফিক