নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সুজন।
সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, “ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য অনুসন্ধান করতে গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়, প্রার্থীদের আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য প্রদান করা হয়নি; যদিও জাতীয় নির্বাচনসহ অতীতে অনুষ্ঠিত সকল স্থানীয় সরকার নির্বাচনে তথ্যসমূহ প্রকাশ করা হয়েছিল। পাশাপাশি এখন পর্যন্ত সকল ওয়ার্ড বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের তথ্য প্রকাশ করা হয়নি। আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেও সকল ধরনের তথ্য পেন ড্রাইভ/সিডি বা ফটোকপির মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।”
আবেদনপত্রে আরও বলা হয়, সুজন পরিচালিত কার্যক্রমসমূহের মধ্যে নির্বাচনকেন্দ্রীক কার্যক্রম অন্যতম। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে সুজন কার্যক্রম পরিচালনা ও তথ্যায়ন করে থাকে। পাশাপাশি নির্বাচনের পূর্বে প্রার্থীদের মনোনায়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা, আয়কর বিবরণী ও কর পরিশোধের তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে উপস্থাপন করে থাকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন