বরিশালে সরকারি স্কুলের তৃতীয় শ্রেনীতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
এ লক্ষ্যে নগরীর বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় দেখা গেছে। তবে প্রথম দিনে ভিড় কিছুটা কম দেখা গেছে। আগামী কয়েক দিনে ভিড় বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
তারা জানান, প্রথম দিন সকালে সার্ভারে কিছু সমস্যা থাকলেও পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় অভিভাবকরা।
তারা বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হলে মেধা যাচাই হতো। তবে নতুন এই পদ্ধতিতে একজন শিক্ষার্থী ৫টি বিদ্যালয়ের জন্য আবদেন করতে পারবে। যা শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ বলে মন্তব্য করেন তারা।
আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই আবেদন করার সব শেষ সময়সীমা বেঁধে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ