রাজধানী ঢাকায় বিআরটিসির একটি দ্বিতল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম জুবাইর হোসেন (১৮)। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শহীদুল্লাহ।
নিহতের ভাগ্নে স্বপন জানান, হাজারীবাগ বটতলা মাজার ১০নং গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন জুবাইর। তিনি কামরাঙ্গীরচরের একটি কারখানায় পুতি লাগানোর কাজ করতেন। তার বাবার নাম মোকাররম হোসেন টুলু।
এসআই শহীদুল্লাহ জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার শেখ রাসেল স্কুলের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাস মোটরসাইকেল আরোহী ওই তরুণকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক-হেলপার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ