বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ কখনোই টেন্ডারবাজি চাঁদাবাজি করে না। দিনের পর দিন ছাত্রদের দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিএনপির আমলে। গঠনতন্ত্র ছাড়া বিএনপি’র ছাত্রসংগঠন ছাত্রদল রাজনীতি করে।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জয়।
অনুষ্ঠানে ছাত্রলীগের নেতারা বলেন, সাম্প্রদায়িক একটি শক্তি এখনও অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। জাতির পিতার ভাস্কর্য নিয়ে যারা বিরোধিতায় নেমেছেন, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন নেতারা।
বিডি প্রতিদিন/ফারজানা