শিরোনাম
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- ইসরায়েলি আগ্রাসন চললে অস্ত্র নামাবে না হিজবুল্লাহ
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে পাইপগান ও কার্তুজ উদ্ধার
- ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
- গাছের চারা বিনিময়ে ছাদ বাগানিদের নববর্ষ উদযাপন
- ১৯ বছরের প্রেমিক, পঞ্চাশে অন্তঃসত্ত্বা আমিশা?
- কালিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক
- আমেরিকায় নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৩
- ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
- ঐশ্বরিয়ার কথাতেই থেমে যায় অভিষেকের রাগ
- বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন
- চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্লাস্টিক কারখানার কর্মীর মৃত্যু
- ৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন আমেরিকার প্রবীণতম নভোচারী
- ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
- ‘বাবার মুখ পুড়িয়ে দিয়েছো’, প্রথম ছবির পর পরিবারের ক্ষোভ
- নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা দিল অ্যাটর্নি জেনারেল অফিস-সুপ্রিম কোর্ট বার
- আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
- প্রতারণা, কনের বদলে বিধবা মাকে বিয়ে!
- বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আইন উপদেষ্টা
আরএমপিতে এবার ৬৬৬ কনস্টেবলের রদবদল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২ থানায় এবার পুলিশ কনস্টেবলদের রদবদল করা হয়েছে। সম্প্রতি নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর সবগগুলো থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের অভ্যন্তরীণ বদলি করেন। পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ রাজশাহী সফর করে যাওয়ার পর ৬৬৬ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২০ ডিসেম্বর আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ২১৮ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) এবং সহকারী শহর উপপরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। তাদের মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই এবং দুইজন এটিএসআই ছিলেন।
আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে তাদের রদবদল করা হয়। একইভাবে পুলিশ কনস্টেবলদেরও এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে রদবদল করা হয়েছে। মধ্য শহরের থানা কিংবা ফাঁড়িতে যারা ছিলেন, তাদের শহরতলিতে পাঠানো হয়েছে। আবার শহরতলির থানাগুলো থেকে কনস্টেবলদের আনা হয়েছে মধ্য শহরে। নতুন কর্মস্থলে পুরোনো সহকর্মীদের যেন কেউ একই থানা কিংবা ফাঁড়িতে না পান, সেটিও নিশ্চিত করা হয়েছে। এর আগে আরএমপিতে এভাবে কখনও পুলিশ সদস্যদের বদলি করা হয়নি।
সূত্র জানায়, অনেক পুলিশ সদস্য একই থানায় বছরের পর বছর ধরে ছিলেন। নানা বিতর্কেও জড়াচ্ছিলেন তারা। তাই আরএমপিকে নতুন করে সাজাতে কমিশনারের এমন উদ্যোগ। প্রথম দফায় ২১৮ জনকে বদলির বিষয়টি পুলিশ সদর দফতর ইতিবাচক হিসেবে দেখেছে। ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কেউ কেউ একই থানায় পাঁচ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছিলেন। এখন যারা কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে ছিলেন, তারাও তো ভালো থানায় আসতে চান। সে কারণে এই রদবদল করা হয়েছে। এতে পুলিশের কার্যক্রমে আরও গতি ফিরবে। নতুন জায়গায় নতুন উদ্যমে পুলিশ সদস্যরা কাজ করবেন। সে কারণেই এই বদলি।
আরএমপি কমিশনার আরও বলেন, যাদের বদলি করা হয়েছে তারা তো দীর্ঘ সময় ধরেই এক জায়গায় ছিলেন। এখানে তাদের পরিবারও আছে। সবকিছু নিয়ে নতুন জায়গায় যাওয়ার জন্য আগামী ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সবাই নতুন জায়গায় যাবেন।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর