নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনী সমন্বয়ক এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা দুটির একটি সন্ত্রাসবিরোধী আইনে এবং অপরটি কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ বাসা থেকে রবিকে আটক করা হয়।
মনিরুল ইসলাম রবিকে আটকের পর তৈমূর আলম খন্দকার জানান, আটক রবি তার সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী সমন্বয়কের কাজ করছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার বাসা থেকে তাকে পুলিশ আটক করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন