রাজধানীর কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরনে একটি কালো রঙের বোরকা ছিল।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) সানু মং। তিনি জানান, কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই নারী। জামালপুরগামী কমিউটার ট্রেন তাকে এ সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সানু মং আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক