রাজধানীর সবুজবাগে ২৫০০ দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস এর উদ্যোগে ৫নং ওয়ার্ডস্থ বাসাবো সালাম ডেইরী সংলগ্ন বালুর মাঠে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকারী সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির চলচ্চিত্র বিষয়ক সম্পাদক চিত্রনায়িকা শাহনূরসহ আরো অনেক গুণীজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল