আগামীকাল বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানী ঢাকার প্রবেশমুখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লশি করছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুর ব্রিজের সামনে ও মেঘনা টোলপ্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর হাইওয়ের থানার সামনে ও মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। যার ফলে সাধারণ যাত্রীরা পায়ে হেটে কেউবা রিকশায় করে গন্তব্যে যাচ্ছে।
এ বিয়য়ে কাচঁপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) এস. এম. আবুল কাশেম আজাদ বলেন, ১০ ডিসেম্বরকে সামনে রেখে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তল্লাশি করা হচ্ছে। আমরা দূরপাল্লার বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করি।
বিডি প্রতিদিন/হিমেল